জর্জিয়ার সিনেট ডেমোক্রেটদের

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের সর্বশেষ খবর অনুযায়ী, জর্জিয়ার সিনেট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী রাফায়েল ওয়ার্নক জয়ী হয়েছেন। এগিয়ে আছেন একই দলের জন অসফও।
ওয়ার্নক ও অসফ। ছবি: এপি

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের সর্বশেষ খবর অনুযায়ী, জর্জিয়ার সিনেট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী রাফায়েল ওয়ার্নক জয়ী হয়েছেন। এগিয়ে আছেন একই দলের জন অসফও।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিপাবলিকান লফলারকে হারিয়ে জয় পেতে যাচ্ছেন ডেমোক্রেটের ওয়ার্নক। জয়ী হলে জর্জিয়ার প্রথম কৃষাঙ্গ সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়বেন তিনি। অন্যদিকে, ডেমোক্রেট জন অসফ ৫০ দশমিক এক ও রিপাবলিকান ডেভিড পের্ডু ৪৯ দশমিক নয় শতাংশ ভোট পেয়েছেন। অর্থাৎ এখানেও এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী অসফ।

সিএনএন জানায়, ডেমোক্রেট প্রার্থী রাফায়েল ওয়ার্নক ২২ লাখ ২৩ হাজারেরও বেশি ভোট পেয়েছেন। এর বিপরীতে রিপাবলিকান কেলি লফলার পেয়েছেন ২১ লাখ ৭৩ হাজারেরও বেশি ভোট।

অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী পের্ডু পেয়েছেন ২১ লাখ ৯২ হাজারের বেশি ভোট, এর বিপরীতে ডেমোক্রেট প্রার্থী অসফ পেয়েছেন ২২ লাখ ৫ হাজারের বেশি ভোট।

ইতোমধ্যেই ডেমোক্রেট দলের অনেকেই ওয়ার্নককে জয়ী হিসেবে ঘোষণা করে টুইট করেছেন। অন্যদিকে, কেলি লফলার সমর্থকদের ‘ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে ও লড়াই চালিয়ে যেতে’ উৎসাহ দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা জয়ের পথে আছি’।

এর আগে, উভয় দলই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে বিবৃতি দিয়েছেন।

এ ছাড়াও, ডেমোক্র্যাটিক সিনেটের প্রার্থী জন অসফের প্রচারণা টিম এক বিবৃতিতে জানায়, ‘সমস্ত ভোট গণনা করতে হবে। সব ভোট গণনা করা হলে আমাদের বিশ্বাস জন অসফ যুক্তরাষ্ট্রের সিনেটে জর্জিয়ার প্রতিনিধিত্ব করতে এই নির্বাচনে জয়ী হয়ে উঠবেন।’

তবে, মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভোটের চূড়ান্ত ফল পেতে আরও এক দিন সময় লাগতে পারে।

আরও পড়ুন:

জর্জিয়ায় সিনেট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

5h ago