মেসিদের দুর্বলতার তালিকা তৈরি করেছেন কোমান

গত এক যুগের ইতিহাসে সময়টা এতো বাজে কখনোই যায়নি বার্সেলোনার। লা লিগায় পয়েন্ট তালিকার সেরা চারেও নেই দলটি। এক ম্যাচ জিতলে পরের ম্যাচেই হোঁচট খাচ্ছে দলটি। তবে দলের এতো বাজে পারফরম্যান্সের কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন কোচ রোনাল্ড কোমান। দুর্বলতার একটি তালিকাও তৈরি করেছেন। পাশাপাশি এ সমস্যা উতরানোর জন্য প্রয়োজনীয় খেলোয়াড়দের তালিকাও তৈরি করেছেন এ ডাচ কোচ।
ছবি: রয়টার্স

গত এক যুগের ইতিহাসে সময়টা এতো বাজে কখনোই যায়নি বার্সেলোনার। লা লিগায় পয়েন্ট তালিকার সেরা চারেও নেই দলটি। এক ম্যাচ জিতলে পরের ম্যাচেই হোঁচট খাচ্ছে দলটি। তবে দলের এতো বাজে পারফরম্যান্সের কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন কোচ রোনাল্ড কোমান। দুর্বলতার একটি তালিকাও তৈরি করেছেন। পাশাপাশি এ সমস্যা উতরানোর জন্য প্রয়োজনীয় খেলোয়াড়দের তালিকাও তৈরি করেছেন এ ডাচ কোচ।

আজ বুধবার রাতেই অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। এ ম্যাচে নামার আগে অনুশীলন করতে পারেনি দলটি। দলের দুইজন কোচিং স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অনুশীলন স্থগিত করে তারা। তবে ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন কোমান। সেখানেই সম্ভাব্য তালিকার কথা উল্লেখ করেন এ কোচ।

'আমি দুর্বলতার একটা তালিকা তৈরি করেছি এবং যে সকল খেলোয়াড় দলে টানলে দারুণ কিছু হতে পারে তারও একটি তালিকা করেছি।' - অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এমনটাই বলেন কোমান।

নিজের চাহিদার খেলোয়াড়ের তালিকা কর্তৃপক্ষকে জানিয়েছেন কোমান। এখন সেটা সম্পূর্ণ তাদের উপরই নির্ভর করছে বলেও জানান তিনি, 'সব কোচই জানুয়ারির ট্রান্সফারে দিকে তাকিয়ে থাকে কারণ এটাই সময় স্কোয়াডের উন্নতি করার। আমি ভিন্ন কেউ নই। তবে এটা নির্ভর করছে ক্লাবের উপর।'

স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, বার্সেলোনা এবার কেবল ফ্রি এজেন্টদেরই টার্গেট করেছে। ম্যানচেস্টার সিটির এরিক গার্সিয়া, অলিম্পিক লিঁওর মেমফিস ডিপাই, লিভারপুলের জর্জিনিও উইনালামডাম তাদের প্রধান লক্ষ্য। আগাম গ্রীষ্মেই নিজ নিজ ক্লাবের চুক্তির মেয়াদ ফুরচ্ছে তাদের। বায়ার্ন মিউনিখের ডেভিড আলাবাকেও দলে পেতে চেষ্টা চালিয়েছিল দলটি। কিন্তু রিয়াল মাদ্রিদ তার চেয়ে ঢের ভালো প্রস্তাব দেওয়ায় এ খেলোয়াড় আর পাচ্ছে না কাতালানরা।

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

22m ago