ধারে গেতাফেতে যোগ দিলেন বার্সার অ্যালেনা
ছয় মাসের জন্য ধারে বার্সেলোনা ছেড়ে গেতাফেতে যোগ দিয়েছেন কার্লোস অ্যালেনা। ফলে চলতি মৌসুমটা আর বার্সেলোনাতে শেষ করতে পারছেন না তরুণ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কাতালান ক্লাবটি।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে কাতালান ক্লাবটি লিখেছে, 'গেতাফের সঙ্গে এফসি বার্সেলোনা একটি চুক্তিতে পৌঁছেছে যে, ২০২০/২১ মৌসুমের শেষ পর্যন্ত কার্লোস অ্যালেনার ধারে খেলবে। মাদ্রিদের ক্লাবটি তার সমস্ত বেতন-ভাতা দিবে।'
গত মৌসুমে ধারে রিয়াল বেতিসের হয়ে খেলেছিলেন অ্যালেনা। চলতি মৌসুমে বার্সেলোনায় ফিরেছিলেন তিনি। তবে কোচ রোনাল্ড কোমান জানিয়ে দেন তার অধীনে পর্যাপ্ত সময় পাবেন না তিনি। তাই তার উন্নতির জন্য নিয়মিত মাঠে থাকতে বিকল্প দল খুঁজতে থাকে দলটি। শেষ পর্যন্ত এ শীতে যোগ দেন গেতাফেতে।
গেতাফেতে তার সাবেক সতীর্থ মার্ক কুকুরেয়ার সঙ্গে খেলবেন অ্যালেনা। তার মতো বার্সেলোনা থেকে ধারে গেতাফেতে যোগ দিয়েছিলেন কুকুরেয়া। পরে তাকে পাকাপাকিভাবে কিনে নেয় গেতাফে। তবে অ্যালেনার চুক্তিতে তাকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার কোনো বিকল্প রাখা হয়নি।
লা মাসিয়া থেকে উঠে আসা অ্যালেনা ২০১৬/১৭ মৌসুমে কোপা দেল রের ম্যাচে প্রথম সিনিয়র দলে জায়গা পান। তখন থেকে দলটির হয়ে মোট ৪৩টি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। গোল দিয়েছেন তিনটি। চলতি মৌসুমে পাঁচটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন এ তরুণ।
Comments