তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দেয়ায় একজনের কারাদণ্ড
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালত একজনকে কারাদণ্ড দিয়েছেন। এসময় আদালত প্রায় এক হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন অপসারণ করে।
বুধবার গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার, বানিয়ারচালা ও শিরিরচালা এলাকার কিছু অসাধু ব্যক্তি বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস লাইন সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করছে। খবর পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং গাজীপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে ওইসব এলাকার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ায় হযরত আলী হিরাকে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ওই কর্মকর্তা জানান, অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়।
Comments