নিহত ৪: ওয়াশিংটনের কংগ্রেস ভবনে ট্রাম্প-সমর্থকদের হামলা

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে অধিবেশন চলাকালীন ট্রাম্প-সমর্থকদের হামলার ঘটনায় এখন পর্যন্ত চার জন নিহত হয়েছেন।
ওয়াশিংটন পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে হামলার এ ঘটনায় এখন পর্যন্ত চার জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আর বাকি তিন জন ‘মেডিকেল ইমার্জেন্সি’ জনিত কারণে মারা গেছেন। তাদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ।
হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪৭ জনকে কারফিউ ভঙ্গ করার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদরে মধ্যে গুরুতর আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘কালো দিন’
ট্রাম্পকে ব্লক করল ফেসবুক-টুইটার
যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ইতিহাসে ‘নজিরবিহীন হামলা’: বাইডেন
ট্রাম্প সমর্থকদের হামলা: ফার্স্ট লেডির চিফ অব স্টাফের পদত্যাগ
ছবিতে কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের হামলা
ট্রাম্প-সমর্থকদের হামলা: পরিস্থিতি নিয়ন্ত্রণে, সিনেট অধিবেশন আবার শুরু
ওয়াশিংটনের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের হামলা, নিহত ১
Comments