ট্রাম্প সমর্থকদের হামলা: ফার্স্ট লেডির চিফ অব স্টাফের পদত্যাগ
যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের সহিংস হামলার প্রেক্ষাপটে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ ও হোয়াইট হাউসের সাবেক কমিউনিকেশসন ডিরেকটর ও প্রেসসচিব স্টেফানি গ্রিশাম পদত্যাগ করেছেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিশাম গতকাল সন্ধ্যায় তার পদত্যাগ করেছেন।
এ সহিংস ঘটনায় হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি আনা ক্রিস্টিনা ও হোয়াইট হাউসের প্রেস সহযোগী সারাহ ম্যাথিউস পদত্যাগ করেছেন বলেও সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন হোয়াইট হাউস কর্মকর্তা।
ক্রিস্টিনা গণমাধ্যমে কোনো মন্তব্য না করলেও সারাহ বলেছেন, ‘ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করে গর্বিত হয়েছি। কিন্তু, নিজের চোখে যা দেখলাম তাতে আমি খুবই মর্মাহত।’
তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজন বলেও মন্তব্য করেছেন।
স্টেফানি গ্রিশাম এক বার্তায় সিএনএন’কে বলেছেন, ‘হোয়াইট হাউস থেকে দেশের জন্যে কাজ করা খুবই সম্মানের। আমি ফার্স্ট লেডি ও এই প্রশাসনের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত।’
তার পদত্যাগের বিষয়ে ফার্স্ট লেডির অফিস থেকে সিএনএন’র কাছে কোনো মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘কালো দিন’
ট্রাম্পকে ব্লক করল ফেসবুক-টুইটার
যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ইতিহাসে ‘নজিরবিহীন হামলা’: বাইডেন
ট্রাম্প-সমর্থকদের হামলা: পরিস্থিতি নিয়ন্ত্রণে, সিনেট অধিবেশন আবার শুরু
নিহত ৪: ওয়াশিংটনের কংগ্রেস ভবনে ট্রাম্প-সমর্থকদের হামলা
ছবিতে কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের হামলা
ওয়াশিংটনের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের হামলা, নিহত ১
Comments