পরাজয় ‘মেনে নিলেন’ ট্রাম্প
অবশেষে নিজের পরাজয় ‘মেনে’ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ‘শান্তিপূর্ণভাবে’ ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়ে তিনি এ পরাজয় ‘মেনে’ নিলেন।
আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কংগ্রেসে জো বাইডেনের বিজয় ঘোষণার পর ট্রাম্প ‘শান্তিপূর্ণভাবে’ ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন।
সংবাদ প্রতিবেদন মতে, ট্রাম্প এক বার্তায় বলেছেন, ‘আমি যদিও নির্বাচনের ফলাফলের সঙ্গে একমত নই… তবুও আগামী ২০ জানুয়ারি নিয়ম অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করা হবে।’
‘আমি সব সময়ই বৈধ ভোটগুলো গণনা নিশ্চিত করার কথা বলেছি,’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘আমেরিকাকে মহান হিসেবে গড়ে তোলার লড়াইয়ের এটি শুরু মাত্র।’
আজ কংগ্রেস অধিবেশনে বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট ও ট্রাম্প ২৩২ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন বলে ঘোষণা দেওয়া হয়।
নির্বাচনে জিততে প্রার্থীর ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট প্রয়োজন।
আরও পড়ুন:
ট্রাম্পকে অপসারণের আহ্বান মার্কিন ব্যবসায়ীদের
হামলাকারীদের ফ্লাইটে নিষিদ্ধের দাবি মার্কিন এয়ারলাইন্স ইউনিয়নের
যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘কালো দিন’
ট্রাম্পকে ব্লক করল ফেসবুক-টুইটার
যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ইতিহাসে ‘নজিরবিহীন হামলা’: বাইডেন
ট্রাম্প সমর্থকদের হামলা: ফার্স্ট লেডির চিফ অব স্টাফের পদত্যাগ
ট্রাম্প-সমর্থকদের হামলা: পরিস্থিতি নিয়ন্ত্রণে, সিনেট অধিবেশন আবার শুরু
নিহত ৪: ওয়াশিংটনের কংগ্রেস ভবনে ট্রাম্প-সমর্থকদের হামলা
ছবিতে কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের হামলা
ওয়াশিংটনের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের হামলা, নিহত ১
Comments