আমি ফেসবুকে নেই: শাবনূর
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সম্প্রতি ফেসবুকের একটি অ্যাকাউন্ট নিয়ে সমস্যা দেখা দিয়েছে। যা শাবনূরের ফেসবুক অ্যাকাউন্ট নয়। শাবনূরের শুধু একটি ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। সেখানেই সক্রিয় থাকেন আলোচিত এই অভিনেত্রী।
অস্ট্রেলিয়া থেকে শাবনূর দ্য ডেইলি স্টার অনলাইনকে আজ দুপুরে বলেন, ‘আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। যেখানে পঞ্চাশ হাজারের বেশি ফলোয়ার আছে। সবাইকে অনুরোধ করছি তারা যেন কোনোভাবেই ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে কোনোভাবে প্রতারিত না হন। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা চাইলে আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করেতে পারেন। কিন্তু ফেসবুকে আমি নেই।’
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরবেন শাবনূর। সিনেমায় কাজ করার পরিকল্পনাও আছে তার। আর এজন্য ইতোমধ্যে প্রস্তুতিও নিতে শুরু করেছেন তিনি।
Comments