রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবদুস সালাম। এর আগে, গত ৩১ ডিসেম্বর রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক আবদুল বারী।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার মো. ইউসুফ আলীর সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে অধ্যাপক আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। এর আগে, ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন।
রাবি প্রশাসনের আরেকটি আদেশে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপরেজিস্ট্রার মো. আলমগীর হোসেন সরকারকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সরকারের এক আদেশে অধ্যাপক আব্দুল বারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাবি উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কমিটিকে যথাযথ সহযোগিতা না করায় সরকার ওই আদেশ দেয়।
Comments