পশ্চিমা গণতন্ত্র ‘নাজুক ও দুর্বল’: যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলা প্রসঙ্গে রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আজ বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজধানীতে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা পশ্চিমা গণতন্ত্রের নাজুক অবস্থা ও দুর্বলতাকে উন্মোচন করেছে।

আজ বৃহস্পতিবার আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলা প্রসঙ্গে রুহানি বলেন, ‘গতকাল (বুধবার) সন্ধ্যায় ও আজ আমরা যা দেখেছি তাতে বোঝা যায় পশ্চিমা গণতন্ত্র কতটা নাজুক এবং দুর্বল।’

‘একজন জনপ্রতিনিধি গত চার বছরে তার দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে গেছেন। আমি আশা করি সমগ্র বিশ্ব এবং হোয়াইট হাউসের পরবর্তী কর্মকর্তারা এ থেকে শিক্ষা নেবে,’ যোগ করেন তিনি।

রুহানি পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন প্রশাসন থেকে দিক পরিবর্তন আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘নিজেদের কল্যাণ এবং বিশ্বের মঙ্গলের জন্য তারা যুক্তি, বৈধতা ও বাধ্যবাধকতায় ফিরে আসতে পারে।’

ইরানের রাজনীতিতে মধ্যপন্থী রুহানি ২০১৫ সালের যুগান্তকারী পারমাণবিক চুক্তি আলোচনায় সভাপতিত্ব করেন। ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি ত্যাগ করেন।

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

2h ago