বাবুনগরী, মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত প্রতিবেদন জমা পেছাল
হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও অপর দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ বৃহস্পতিবার পিবিআই তদন্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় মহানগর হাকিম মো. বাকী বিল্লাহ এ আদেশ দেন।
মামলার অপর দুই আসামি হলেন--হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
গত বছর ৭ ডিসেম্বর মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ মামলা করেন। ভাস্কর্যের বিষয়ক 'বিতর্কিত' বক্তব্য দেওয়ায় এই তিনজনের বিরুদ্ধে মহানগর হাকিম সত্যব্রত সিকদারের আদালতে মামলাটি করা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মশিউর মালেকও একই অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে একই আদালতে আরেকটি মামলা করেছিলেন।
আদালত সে সময় অভিযোগ গ্রহণ করে পিবিআইয়ের উপমহাপরিদর্শককে বিষয়টি তদন্ত করে ৭ জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
Comments