পাবনায় অপহৃত ইউপি সদস্য উদ্ধার, গ্রেপ্তার ২

অপহরনের ৬ ঘণ্টা পর পাবনায় এক ইউপি সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাথে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ছবি: স্টার

অপহরনের ৬ ঘণ্টা পর পাবনায় এক ইউপি সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাথে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার সুজানগরের রানীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য কোবাদ আলী (৫৩) কে পাবনা শহর থেকে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। 

পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান আজ দুপুরে প্রেস ব্রিফিংয়ে  জানান, বুধবার কোবাদ আলীকে শহরতলীর মেরিল বাইপাস রোড এলাকায় ৫-৬ জন দুষ্কৃতিকারী অস্ত্রের মুখে অপহরণ করে। কোবাদের পরিবার পাবনার পুলিশ সুপারকে জানালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাসুদ আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ কোবাদকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা শহরতলীর সিঙ্গা উত্তরপাড়ার মো. মামুন (২১) এবং পাবনা সদর উপজেলার চর আশুতোশপুরের আসাদুল্লাহ তুষার (২৫)।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank's steps to build up forex reserves

No limit on cash withdrawals from tomorrow

Bangladesh Bank (BB) has lifted a limit on cash withdrawals from banks in view of overall improvements in law and order.

2h ago