ক্যাপিটল ভবনে হামলা: ট্রাম্পের মন্ত্রিসভার ৩ সদস্যের পদত্যাগ
ক্যাপিটল ভবনে সহিংস হামলা ও হামলাকারীদের প্রতি ডোনাল্ড ট্রাম্পের আচরণের প্রতিবাদ জানিয়ে তার মন্ত্রিসভা থেকে তিন জন পদত্যাগ করেছেন।
আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের শিক্ষাসচিব বেটসি ডেভোস, যোগাযোগ সচিব এলাইন চাও ও স্বাস্থ্য বিভাগের সহকারী সচিব এলিনর ম্যাক-ক্যানসি-কাটজ পদত্যাগ করেছেন।
এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্যাপিটলে হামলাকারীদের প্রতি ট্রাম্পের আচরণের প্রতিবাদে তার শিক্ষাসচিব বেটসি ডেভোস পদত্যাগ করেছেন।
একই ঘটনা ও কারণে পদত্যাগ করেছেন যোগাযোগ সচিব এলাইন চাও। তিনি পদত্যাগ করার আগে তার স্বামী সিনেট নেতা মিচ ম্যাককনেল ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের সহকারী সচিব এলিনর ম্যাক-ক্যানসি-কাটজ তার চিঠিতে লিখেছেন, ‘আমি আজ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার ইচ্ছা ছিল এই প্রশাসনের শেষ দিন পর্যন্ত কাজ করব। কিন্তু, আমার সেই ইচ্ছা গত সন্ধ্যায় মরে গেছে, যখন দেখলাম ক্যাপিটল ভবনে সহিংস হামলা হলো। আমি বিশ্বাস করি, এমন আচরণ কোনভাবেই মেনে নেওয়া যায় না।’
এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের আত্ম-উপলব্ধি নিয়ে নিজেদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আমাদের সঠিক কাজটিই করতে হবে।’
আরও পড়ুন:
নিজে নিজেকে ক্ষমার পথ খুঁজছেন ট্রাম্প
মেয়াদ শেষের আগেই ট্রাম্পকে সরিয়ে দেওয়ার আহ্বান
টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলেন ট্রাম্প, ফেসবুকে এখনো নিষিদ্ধ
যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘কালো দিন’
ট্রাম্প সমর্থকদের হামলা: ফার্স্ট লেডির চিফ অব স্টাফের পদত্যাগ
Comments