নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আটক ১
নারায়ণগঞ্জের সদর উপজেলায় ছুরিকাঘাতে সুমন মিয়া (২৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে সুমনের বোন জামাই হাবিবুল্লাহকে (৩২) আটক করেছে পুলিশ।
সুমন মিয়া কিশোরগঞ্জের রশিদাবাদ এলাকার মৃত মোসলেহ উদ্দিনের ছেলে। হাবিবুল্লাহর বাড়ি একই এলাকায়। সুমন তার বোনের সঙ্গে নয়াবাজার এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানার কাজ করতেন।
সুমনের বোন হোসনে আরা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাবিবুল্লাহ পেশায় রাজমিন্ত্রী। করোনা পরিস্থিতির কারণে তার আয় কমে গেছে। মাদকাসক্ত হওয়ায় সংসার খরচ দিতেন না ঠিক মতো। এ নিয়ে গত রাতে সুমনের সঙ্গে হাবিবুল্লাহর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাবিবুল্লাহ সুমনকে ছুরিকাঘাত করেন।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘সুমনকে একাধিকবার পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে। প্রতিবেশীরা উদ্ধার করে রাতেই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘প্রায় এক মাস ধরে ছেলের দুধ কিনে দিতে পারছিলেন না হাবিবুল্লাহ। এ নিয়ে গতকাল রাত ১২টার দিকে সুমনের সঙ্গে হাবিবুল্লাহর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি সুমনকে ছুরিকাঘাত করেন।’
Comments