প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলায় মাজারের ‘পীর’ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলায় আবু ওলাইয়া খানকাহ শরীফের পীর ও তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার নবীনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ গ্রেপ্তারের পর ওই মাজারের পীরকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেন। আসামি খানকাহ শরীফে বসে ঝাড়ফুঁক দিতেন।’
স্থানীয় এক প্রবাসীর স্ত্রী খানকাহ শরীফে ঝাড়ফুঁক নিতে এসেছিলেন। তিনি ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে কথিত ওই পীরকে গ্রেপ্তার করা হয়।
Comments