পিএসজিতে আগুয়েরোকে চাই নতুন কোচের
সপ্তাহও পার হয়নি মাউরিসিও পচেত্তিনো যোগ দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। তবে এরমধ্যেই চলমান শীতের দল-বদল। মৌসুমের মাঝে দলের ঘাটতি পূরণে খেলোয়াড় সংগ্রহ করতে ব্যস্ত সব দলই। দলকে নিজের চাহিদার কথা জানিয়েছেন পচেত্তিনো। ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সের্জিও আগুয়েরোকে চাই এ কোচের। ক্যানাল প্লাসের সংবাদ এমনই।
চলতি মৌসুম শেষেই সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগুয়েরোর। এখন পর্যন্ত নতুন কোনো চুক্তির আলোচনা সে অর্থে নেই। তাতে আগামী মৌসুমে নতুন কোনো দলে তার যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই এ তারকাকে চেয়েছেন পিএসজির নতুন কোচ পচেত্তিনো। সম্ভব হলে এ শীতেই। তবে মৌসুম শেষে তাকে পাওয়া জন্য এরমধ্যেই চেষ্টা করছে দলটি।
আর পচেত্তিনো যে আগুয়েরোকে টার্গেট করেছেন তা স্বীকার করেছেন তার মুখপাত্র ব্রুনো সেতিন। কিলিয়ান এমবাপে ও নেইমারের সঙ্গে আগুয়েরোকে নিয়ে আক্রমণভাগ সাজানোর ইচ্ছা সাবেক টটেনহ্যাম হটস্পার্স কোচের।
সিটিতে সাপ্তাহিক ২৩ হাজার পাউন্ড বেতন পান আগুয়েরো। তার এতো উচ্চ বেতন দেওয়ার মতো ক্ষমতা খুব কম দলেরই আছে। পিএসজির মতো হাতে গনা কয়েকটি ক্লাবই এ বেতন দিতে পারে। তাই আগামী মৌসুমে হয়তো প্যারিসে দেখা কিছু নয় সিটির হয়ে ২৫৬ গোল করা এ আর্জেন্টাইন ফরোয়ার্ডের।
এদিকে, মৌসুমের শুরুতে পিএসজি থেকে বিদায় নিয়েছেন এদিসন কাভানি। তার শূন্যতা পূরণে ইন্টার মিলান থেকে মাউরো ইকার্দিকে পাকাপাকিভাবে কিনেছিল দলটি। কিন্তু সে অর্থে কাভানির অভাব পূরণ করতে পারেননি এ আর্জেন্টাইন। যদিও মৌসুমে অনেকটা সময়ই ইনজুরির কারণে কাটিয়েছেন মাঠের বাইরে। তাই নতুন একজন ফরোয়ার্ডের খোঁজে রয়েছে প্যারিসের ক্লাবটি।
Comments