অতিরিক্ত রক্তক্ষরণে শিক্ষার্থীর মৃত্যু: ফরেনসিক চিকিৎসক
রাজধানীর কলবাগানে মারা যাওয়া শিক্ষার্থীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ফরেসনিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করেন ডা. সোহেল মাহমুদ।
ময়নাতদন্তের পরে উপস্থিত সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘নিহত শিক্ষার্থীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।’
ডা. সোহেল মাহমুদ বলেন, ‘চেতনানাশক কোনো কিছু খাওয়ানো হয়েছিল কি না তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থলে একাধিক ব্যক্তি ছিল কি না তা জানতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া, ভিসেরা সংগ্রহ করা হয়েছে।’
তিনি বলেন, ‘থানা পুলিশ সুরতহাল রিপোর্টে বয়স জানতে চেয়েছে। তাই মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের এক্সরে বিভাগে পাঠানো হয়েছিল। সেখানে এক্স-রে করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এক্স-রে ছাড়াই মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শরীরের গঠন ও দাঁত দেখে বয়স নির্ধারণ করা হবে।’
Comments