লন্ডনে ‘নিয়ন্ত্রণের বাইরে’ করোনাভাইরাস: মেয়র সাদিক খান

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের সংক্রমণের কারণে হাসপাতালগুলোতে পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাচ্ছে।
লন্ডনের মেয়র সাদিক খান। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের সংক্রমণের কারণে হাসপাতালগুলোতে পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাচ্ছে।

গতকাল শুক্রবার শহরটিতে এ পরিস্থিতিকে ‘বড় ঘটনা’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে বলে জানায় রয়টার্স।

লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ‘ভাইরাসের বিস্তার “নিয়ন্ত্রণের বাইরে” চলে যাওয়ায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাজধানীর হাসপাতালগুলোর সবগুলো শয্যা রোগীতে পূর্ণ হয়ে যাবে।’

‘আমরা একে বড় ঘটনা বলছি, কারণ ভাইরাসটির কারণে শহরজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এটা এখন একটা সঙ্কট,’ বলেন তিনি।

লন্ডনের মোট জনসংখ্যা ৯০ লাখের বেশি। মেয়র বলেন, ‘লন্ডনের কিছু কিছু এলাকায় প্রতি ২০ জনে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। অ্যাম্বুলেন্স সার্ভিসের ওপর চাপ বাড়ছে। প্রতিদিন নয় হাজারেরও বেশি জরুরি কল আসছে।’

‘বড় ঘটনা’ সাধারণত গুরুতর দুর্ঘটনা হলে বলা হয়। বিশেষ করে যার ফলে মারাত্মক ক্ষয়-ক্ষতি, দৈনন্দিন জীবনে ব্যাঘাতসহ প্রয়োজনীয় সেবা, পরিবেশ বা জাতীয় নিরাপত্তার ঝুঁকি আছে, এমন হলে ‘বড় ঘটনা’ বলা হয়।

লন্ডনের সর্বশেষ ‘বড় ঘটনা’ হয়েছিল ২০১৭ সালে। সে সময় একটি বহুতল ভবন গ্রেনফেল টাওয়ারে আগুন লেগে ৭২ জন মারা যান।

করোনায় বিশ্বের পঞ্চম সর্বাধিক মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭৮ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

10h ago