নাটোরে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম দেওয়ানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা ওই ইউনিয়নের বাঁশভাগ গ্রামের বাসিন্দা।
নাটোর
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম দেওয়ানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা ওই ইউনিয়নের বাঁশভাগ গ্রামের বাসিন্দা।

আজ শনিবার সকালে নাটোরের জেলা পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করার পরে রাতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৩ অক্টোবর অতি দরিদ্রদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির কার্ড করে দেওয়ার কথা বলে ইব্রাহিম দেওয়ানের এক সহযোগী ভুক্তভোগী নারীকে ডেকে নিয়ে গিয়েছিলেন। ইব্রাহিম ওই নারীকে ধর্ষণ করেন। সে সময় তার দুই সহযোগী ধর্ষণে সহযোগিতা এবং ভিডিওচিত্র ধারণ করেন। সম্প্রতি তাদের এক জন ওই ভিডিওচিত্র ছড়িয়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পিপরুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম দেওয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অভিযোগের বিষয়টি আমরাও তদন্ত করে দেখবো। যদি সত্যতা পাওয়া যায়, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আওয়ামী লীগ অপরাধীকে ছাড় দেয় না।’

Comments

The Daily Star  | English

Inflation eases to 10.49% in August  

Inflation declined to 10.49 percent in August from 11.66 percent in July, according to data released today by the Bangladesh Bureau of Statistics

1h ago