অস্ট্রেলিয়ায় ভারতের ‘দুর্দশার তালিকা’ কেবল দীর্ঘ হচ্ছে
অস্ট্রেলিয়া সফরের আগে থেকেই শুরু হয়েছিল ভারতের চোটের মিছিল। সফরের চলাকালীন সেই তালিকা কেবল দীর্ঘই হচ্ছে। এবার সিডনি টেস্ট চলাকালীন এই টেস্টের সেরা পারফর্মার রবীন্দ্র জাদেজা পড়েছেন চোটে।
সিডনিতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে দারুণ বোলিং-ফিল্ডিংয়ে মুন্সিয়ানা দেখান জাদেজা। ৬২ রানে ৪ উইকেট আর স্টিভেন স্মিথকে দুর্দান্ত থ্রোতে রানআউট করে স্বাগতিকদের রানের পাহাড়ে চড়া আটকান জাদেজা।
জবাবে ব্যাট করতে গিয়ে ভারত ২৪৪ রানে অলআউট হয়ে গেলেও জাদেজা অপরাজিত থেকে যান ২৮ রানে। টেল এন্ডারদের নিয়ে মরিয়া প্রচেষ্টা চালানো এই অলরাউন্ডার চোট পান ব্যাটিংয়ের সময়। মিচেল স্টার্কের একটি লাফানো বল সজোরে লাগে তার গ্লাভসে। বাঁহাতের বুড়ো আঙুলে বেশ আঘাত পান তিনি।
এই চোট নিয়ে ব্যাটিংয়ের বাকিটা চালিয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে তার বল করা নিয়ে জেগেছে সংশয়।
দিনের খেলা শেষে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে চোটের অবস্থা বুঝতে জাদেজার আঙুলে স্ক্যান করা হচ্ছে। তবে টাইমস অব ইন্ডিয়া দলের সূত্রে জানিয়েছে, দ্বিতীয় ইনিংসে বাঁহাতি জাদেজার বল করার সম্ভাবনা খুবই কম।
Comments