ছেলেকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়ার অভিযোগ পরিবারের বিরুদ্ধে
মুন্সিগঞ্জের গজারিয়ায় ছেলেকে হত্যা করে বাড়ির পাশে ডোবায় ফেলে দেওয়ার অভিযোগে পরিবারের বাকি সদস্যদের গ্রেপ্তার করেছে পুলিশ। মা, বাবা ও বোন হত্যাকাণ্ডের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মরদেহ পচে দুর্গন্ধ বের হলে পরিবারের সদস্যরাই পুলিশকে খবর দেয়। ১৭ দিন পর শুক্রবার সকালে উপজেলার হোসেন্দী গ্রামের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইছ উদ্দিন বলেন, নিহত হাসান মিয়া (১৭) মাদকাসক্ত ছিল। ঘটনার দিন রাতে সে তার ১৫ বছরের বোনকে ঘরের ভেতরে ধর্ষণের চেষ্টা করেছিল। মেয়ের চিৎকারে মা, বাবা এসে ছেলেকে মারধর করে। এর এক পর্যায়ে হাসান মারা যায়। হাসানের ছোট ভাই পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী। তাকে জিজ্ঞাসাবাদ করেই রহস্য উদঘাটন হয়। তার করা মামলাতেই শনিবার সকালে গজারিয়ার হোসেন্দী বাজার এলাকা থেকে বাবা মো. শামীম শিকদার, মা হাসিনা বেগম এবং বোনকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।
Comments