লুইসের কোয়ারেন্টিন কমাতে সরকারের সঙ্গে আলোচনা করবে বিসিবি
ইংল্যান্ডে করোনাভাইরাস নতুন করে ভয়াল রূপ নেওয়ায় সেদেশ থেকে আসা যাত্রীদের বেলায় কড়া নিয়ম জারি করেছে বাংলাদেশ সরকার। ইংল্যান্ড থেকে কেউ এলেই থাকতে হবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে থাকায় বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ জন লুইসকে নিয়ে তাই বিপাকেই পড়েছে বিসিবি। তবে তা থেকে উত্তরণের পথ খোঁজা হচ্ছে।
গত বুধবার আগামী দুই সিরিজের জন্য জন লুইসকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানায় বিসিবি। বৃহস্পতিবারই বাংলাদেশে চলে আসেন এই ব্রিটিশ কোচ। এরপর থেকেই তিনি হোটেলে কোয়ারেন্টিনে আছেন।
বিসিবি চেয়েছিল ১০ জানুয়ারি ক্যাম্পের প্রথম দিন থেকেই তাকে দলের সঙ্গে যুক্ত করতে। তবে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হলে প্রথম ওয়ানডের আগে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। শনিবার মিরপুরে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানালেন, বিসিবির উদ্যোগে আরও একবার করোনা পরীক্ষা করা হবে এই কোচের। নেগেটিভ থাকলে কোয়ারেন্টিনের সময় কমানোর ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা, ‘ওকে আমরা তো টেস্ট করবোই। করার পর যদি মনে করেন সে যদি নেগেটিভ হয় তাহলে তো সরকারিভাবে কথা বলে সিদ্ধান্ত নিব। যেহেতু সিরিজটা সামনে, সেটা নিয়ে আলাপ আলোচনা করবো।’
২০ জানুয়ারি মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে দিয়ে করোনা স্থবিরতা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। সিরিজ খেলতে কাল রোববার (১০ জানুয়ারি) বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল।
Comments