এবার বিদেশি কোম্পানির ভ্যাকসিন পরীক্ষা নিষিদ্ধ করল তেহরান

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিদেশি কোম্পানিগুলোকে ইরানের জনগণের ওপর তাদের ভ্যাকসিন পরীক্ষা করতে দেওয়া হবে না।
ইরানের রাজধানী তেহরানের রাস্তায় জীবাণুনাশক ছিটাচ্ছেন একজন স্বেচ্ছাসেবক। ছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিদেশি কোম্পানিগুলোকে ইরানের জনগণের ওপর তাদের ভ্যাকসিন পরীক্ষা করতে দেওয়া হবে না।

আজ শনিবার হাসান রুহানি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ করার একদিন পর এ কথা বললেন রুহানি।

রুহানি কোনো কোম্পানির নাম না করে টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘বিদেশি কোম্পানিগুলো আমাদের ভ্যাকসিন দিতে চেয়েছিল, যাতে তারা ইরানের জনগণের ওপর পরীক্ষা-পরীক্ষা করতে পারে। কিন্তু, স্বাস্থ্য মন্ত্রণালয় তা গ্রহণ করেনি।’

তিনি আরও বলেন, ‘আমাদের জনগণ ভ্যাকসিন উৎপাদনকারী কোম্পানিগুলোর জন্য পরীক্ষামূলক যন্ত্র হবে না। আমরা নিরাপদ বিদেশি ভ্যাকসিন কিনব।’

এর আগে, গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের করোনা ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ করেন।

খামেনি সরকারি টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ‘দেশে মার্কিন এবং ব্রিটিশ ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ। আমি কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। আর এখন জনসম্মুখে বলছি।’

তিনি বলেন, ‘তাদের প্রতি আমার কোনো আস্থা নেই। কখনো কখনো তারা অন্য জাতির ওপর ভ্যাকসিন পরীক্ষা করতে চায়... যদি আমেরিকানরা একটি ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হতো, তাহলে তারা নিজেদের দেশে করোনা নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হতো না।’

মধ্যপ্রাচ্যে করোনার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইরান। গত মাসের শেষের দিকে তারা নিজেদের করোনা ভ্যাকসিনের মানব পরীক্ষা শুরু করেছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই ভ্যাকসিন ইরানে মহামারি নিয়ন্ত্রণে সাহায্য করবে।

খামেনি ইরানের অভ্যন্তরীণ ভ্যাকসিন উন্নয়ন প্রচেষ্টার প্রশংসা করেছেন। কিন্তু, তিনি বলেছেন, ‘অন্যান্য নির্ভরযোগ্য স্থান’ থেকে ইরান ভ্যাকসিন পেতে পারে। তবে, তিনি বিস্তারিত কিছু বলেননি। অবশ্য চীন এবং রাশিয়া উভয়ই ইরানের মিত্রদেশ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago