‘আমরা বছরে ১০টির বেশি হিন্দি সিনেমা আমদানির কথা বলেছি’

দেশের প্রেক্ষাগৃহে ভারতীয় হিন্দি সিনেমা প্রদর্শনে ঐকমত্যে পৌঁছেছেন চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক ও পরিচালক সমিতি। সম্প্রতি তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস মিলেছে বছরে নির্দিষ্ট সংখ্যক হিন্দি সিনেমা আমদানির।
রাজধানীর বলাকা সিনেমা হল। ছবি: সংগৃহীত

দেশের প্রেক্ষাগৃহে ভারতীয় হিন্দি সিনেমা প্রদর্শনে ঐকমত্যে পৌঁছেছেন চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক ও পরিচালক সমিতি। সম্প্রতি তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস মিলেছে বছরে নির্দিষ্ট সংখ্যক হিন্দি সিনেমা আমদানির।

হল মালিক ও প্রদর্শক সমিতির সিনিয়র সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন দ্য ডেইলি স্টার অনলাইনকে আজ শনিবার বলেন, ‘সরকার হিন্দি সিনেমা আমদানির আশ্বাস দিয়েছেন। আমরা বছরে দশটির বেশি হিন্দি সিনেমা আমদানির কথা বলেছি। অনুমতি পেলেই আমরা চিন্তা করব কোন হিন্দি সিনেমাগুলো প্রদর্শন করা হবে পেক্ষাগৃহে।’

প্রসঙ্গত, সিনেমা হল মালিকরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা আমদানির দাবি জানিয়ে আসছিলেন।

কারণ, দেশের সিনেমা দর্শক টানতে ব্যর্থ হওয়ায় একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। যে সিনেমা হলগুলো চালু আছে, সেগুলোও বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন হল মালিকরা।

এমন পরিস্থিতিতে প্রদর্শক সমিতির পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়ের কাছে হিন্দি সিনেমা আমদানির অনুমতি চাওয়া হয়। তথ্য মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সমিতির মতামত নেওয়ার কথা বলেন প্রদর্শক সমিতিকে। অবশেষে এ বিষয়ে চলচ্চিত্রের তিন সমিতি ঐকমত্যে পৌঁছেছেন। এখন শুধু সরকারের অনুমতির অপেক্ষা।  

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

42m ago