খেলা

বাংলাদেশে না আসায় পোলার্ড-হোল্ডারদের কঠোর সমালোচনা

অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে রোববার বাংলাদেশে পা রাখবে ক্যারিবিয়ানরা।
Jason Holder
ছবি: এএফপি

করোনাভাইরাসের ছুতোয় বাংলাদেশ সফরে না আসায় ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ক্রিকেটারদের কঠোর সমালোচনা করেছেন প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার ফ্যাঙ্কলিন রোজ।

করোনা শঙ্কায় টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, সীমিত সংস্করণের অধিনায়ক কাইরন পোলার্ডসহ ১০ ক্রিকেটার বাংলাদেশ সফর থেকে নাম সরিয়ে নেন। আরও দুজন আসছেন না ব্যক্তিগত কারণে। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে রোববার বাংলাদেশে পা রাখবে ক্যারিবিয়ানরা।

জ্যামাইকার গণমাধ্যম জ্যামাইকা গ্লেনারকে দেওয়া এক সাক্ষাতকারে এসব ক্রিকেটারদের বাংলাদেশে না আসার কারণ বুঝতে পারছেন না,  ‘করোনা পরিস্থিতির মধ্যে এই খেলোয়াড়রা ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে সফর করেছে। তো হুট করে বাংলাদেশ সফরে তারা ভীত কেন?এটা জঘন্য।’

ডানহাতি পেসার রোজ ১৯৯৭-২০০০ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন নিয়মিত। এই জ্যামাইকান হোল্ডারদের নিবেদন, শৃঙ্খলাবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন,  ‘তারা বলছে করোনাভাইরাস সমস্যা। তাহলে তারাই অস্ট্রেলিয়ায় খেলছে কেন? সেখানে করোনা হানা দিবে না?’

‘আপনারা কি মনে করেন এসব খেলোয়াড়রা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত হলে এরকম করতে পারত? আমাদের নিয়ম মানা,  নিবেদিত খেলোয়াড় দরকার। বোর্ড যদি এদের নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে বোর্ড কর্তাদের সরে যাওয়া উচিত।’

বাংলাদেশকে দুর্বলতম প্রতিপক্ষ আখ্যা দিয়ে ক্যারিবিয়ান সাবেক এই ক্রিকেটার জানান এমন পরিস্থিতিতে তিনি অবশ্যই বাংলাদেশে আসতেন,  ‘আমি যদি খেলোয়াড়দের একজন হতাম, অবশ্যই বাংলাদেশে যেতাম। যারা এখন বিশ্বের সবচেয়ে দুর্বল দল। তাদের সঙ্গে ব্যাটিং ও বোলিং গড় বাড়িয়ে নিতাম।’

২০ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর দুদল দুই টেস্টের সিরিজ খেলবে। ওয়ানডে লিগ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট যোগ হবে এসব সিরিজে।

সর্বশেষ বাংলাদেশ সফরে অবশ্য পূর্ণশক্তির দল নিয়ে এসেও হেরেছিল ক্যারিবিয়ানরা।

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

9h ago