করোনা ভ্যাকসিন নিলেন রানী এলিজাবেথ

ব্রিটেনের রানী এলিজাবেথ ও তার স্বামী ফিলিপ কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন। আজ শনিবার রাতে বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।
প্যারাডাইস পেপার কেলেঙ্কারিতে ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথ
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। এপি ফাইল ছবি

ব্রিটেনের রানী এলিজাবেথ ও তার স্বামী ফিলিপ কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন। আজ শনিবার রাতে বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়, ‘রানী ও ডিউক অফ এডিনবার্গের আজ কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন।’

রানী এলিজাবেথের বয়স ৯৪ বছর ও ফিলিপের বয়স ৯৯।

প্যালেস সূত্র জানায়, রানির উইন্ডসর ক্যাসেলের ব্যক্তিগত চিকিৎসক এ ভ্যাকসিন দেন।

Comments

The Daily Star  | English

Nothing wrong if people think new political party needed: Tarique

Only free, fair polls can ensure direct partnership between people and state, says BNP acting chairman

31m ago