করোনা ভ্যাকসিন নিলেন রানী এলিজাবেথ

ব্রিটেনের রানী এলিজাবেথ ও তার স্বামী ফিলিপ কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন। আজ শনিবার রাতে বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।
প্যারাডাইস পেপার কেলেঙ্কারিতে ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথ
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। এপি ফাইল ছবি

ব্রিটেনের রানী এলিজাবেথ ও তার স্বামী ফিলিপ কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন। আজ শনিবার রাতে বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়, ‘রানী ও ডিউক অফ এডিনবার্গের আজ কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন।’

রানী এলিজাবেথের বয়স ৯৪ বছর ও ফিলিপের বয়স ৯৯।

প্যালেস সূত্র জানায়, রানির উইন্ডসর ক্যাসেলের ব্যক্তিগত চিকিৎসক এ ভ্যাকসিন দেন।

Comments

The Daily Star  | English

How Islami Bank was taken over ‘at gunpoint’

Islami Bank, the largest private bank by deposits in 2017, was a lucrative target for Sheikh Hasina’s cronies when an influential business group with her blessing occupied it by force – a “perfect robbery” in Bangladesh’s banking history.

8h ago