পাঁচ ফুটবলারসহ আবাহনীর সাত জন করোনায় আক্রান্ত
দুদিন আগে ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া ঢাকা আবাহনী লিমিটেডে হানা দিয়েছে বৈশ্বিক মহামারি। দেশের ঐতিহ্যবাহী দলটির সাত জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ফুটবলার রয়েছেন পাঁচ জন।
আক্রান্ত খেলোয়াড়রা হলেন- দীপক রায়, মোহাম্মদ হৃদয়, আল-আমিন হাসান আনাফ, ফয়সাল আহমেদ শীতল ও রুবেল মিয়া। দলটির সহকারী কোচ জাকারিয়া বাবু ও এক স্টাফের পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। শনিবার আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আক্রান্তদের শরীরে কোনো উপসর্গ নেই। তারা সবাই আইসোলেশনে আছে। আর জাকারিয়া এখন নিজ বাড়িতে অবস্থান করছেন।’
আগামী ১৩ জানুয়ারি থেকে ২০২০-২১ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সূচি রয়েছে। তার আগে খেলোয়াড়-স্টাফরা করোনায় আক্রান্ত হওয়ায় বড়সড় ধাক্কা খেল তারা। তবে দলটির জন্য কিছুটা স্বস্তির বিষয় হলো, আক্রান্তরা মূলত বেঞ্চের খেলোয়াড়।
গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের উত্তেজনাপূর্ণ সেমিতে বসুন্ধরা কিংসের কাছে ৩-১ গোলে হারে আবাহনী। এরপর একদিন বিশ্রাম নিয়ে প্রিমিয়ার লিগকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে মারিও লেমোসের দল।
Comments