হবিগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে তানভীর আহমেদ (২০) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল রাতে উপজেলার বড়ইউড়ি গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
তানভীর ওই গ্রামের মজিদ মিয়ার ছেলে। তিনি হবিগঞ্জ জেলা শহরের একটি কলেজে লেখাপড়া করতেন। তানভীরের বাবা মজিদ মিয়া বলেন, প্রতিবেশী আহম্মদ আলীর সঙ্গে আমাদের পূর্ব বিরোধ ছিল। তার লোকজনই আমার ছেলেকে হত্যা করেছে।
Comments