ফের বর্ণবিদ্বেষের শিকার সিরাজ, ছয় দর্শক বহিষ্কার
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে ফের দর্শকদের বর্ণ বিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় এই পেসারের অভিযোগের প্রেক্ষিতে গ্যালারি থেকে বহিষ্কার করা হয় ছয় জনকে। সেসময় খেলা বন্ধ থাকে প্রায় আট মিনিট।
রবিবার ম্যাচের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের শেষদিকে ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা। ফাইন লেগের সীমানার দিকে ফিল্ডিং করতে থাকা সিরাজকে উদ্দেশ্য করে চা বিরতির কিছুক্ষণ আগে বর্ণ বিদ্বেষমূলক গালিগালাজ করা হয়।
২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের অভিযোগ শুনে আম্পায়ার ও মাঠের নিরাপত্তাকর্মীরা সেখানে যান। পরে নিউ সাউথ ওয়েলসের পুলিশ ছয় দর্শককে তাদের আসন থেকে উঠিয়ে মাঠের বাইরে বের করে দেন।
চলমান টেস্টে ভারতীয় ক্রিকেটারদের বর্ণবাদের শিকার হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। আগের দিন আইসিসির কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, জাসপ্রিত বুমরাহ আর সিরাজকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে। দ্বিতীয় দিনেও নাকি বিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছিলেন এই দুই তারকা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সততা ও নিরাপত্তা বিষয়ক বিভাগের প্রধান শন ক্যারল বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া সমস্ত বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ সর্বোচ্চ কড়া ভাষায় করে। আপনি যদি বর্ণবাদী নির্যাতনের সঙ্গে জড়িত থাকেন, তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটে আপনাকে কখনো স্বাগত জানানো হবে না।’
উপমহাদেশের দলগুলোর ক্রিকেটাররা আগেও অস্ট্রেলিয়ায় বর্ণ বৈষম্যের শিকার হয়েছেন। যেকোনো ধরনের বিদ্বেষমূলক আচরণকে ভীষণ গুরুত্বের সঙ্গে নেয় আইসিসি। বিসিসিআইয়ের অভিযোগ আমলে নিয়ে তা খতিয়ে দেখছে তারা।
চা বিরতির পরপরই ৬ উইকেটে ৩১২ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ফলে জয়ের জন্য ৪০৭ রানে বিশাল লক্ষ্য পেয়েছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, তাদের সংগ্রহ বিনা উইকেটে ১৯ রান। উইকেটে রোহিত শর্মা ১৩ ও শুবমান গিল ৬ রানে ব্যাট করছেন।
Comments