আমার আব্বার চরিত্রটা ভালোভাবে করো, আরিফিন শুভকে প্রধানমন্ত্রী

আগামী ১৯ জানুয়ারি ভারতের মুম্বাই থেকে শুরু হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বায়োপিক ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে ‘বঙ্গবন্ধু’ সিনেমার কলাকুশলীরা। ছবি: আরিফিন শুভর ফেসবুক থেকে নেওয়া।

আগামী ১৯ জানুয়ারি ভারতের মুম্বাই থেকে শুরু হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বায়োপিক ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং।

ছবির শুটিং শুরুর আগে গতকাল ৯ জানুয়ারি দুপুরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার বাসভাবনে গিয়েছিলেন সিনেমাটি কয়েকজন অভিনয় শিল্পী। তাদের মধ্যে ছিলেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়াসহ অনেকে।

আরিফিন শুভ আজ রোববার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ছবিটার শুটিংয়ের আগে বঙ্গবন্ধু কন্যা হিসেবে দুই আপা আমাদের ডেকেছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে নয়, বঙ্গবন্ধু কন্যা হিসেবে আমাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। তার আব্বা সম্পর্কে কথা বলেছেন। আমরা বেশ কয়েক ঘণ্টা সেখানে ছিলাম। শেখ রেহানা আপাও ছিলেন। সেখান থেকে ফিরে আসার আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে শুধু বললেন, “আমার আব্বার চরিত্রটা ভালোভাবে করো।”

আগামী ১৯ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে কয়েকদিনের কর্মশালায় অংশ নিবেন শুভ। এরপর ১০ এপ্রিল পর্যন্ত টানা শুটিং। ‘বঙ্গবন্ধু’ বায়োপিক পরিচালনা করছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

10m ago