শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে কলেজ শিক্ষক গ্রেপ্তার
নয় বছর বয়সী গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজের এক শিক্ষককে আটক করেছে সিরাজগঞ্জ থানা পুলিশ।
গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জ শহরের ফজলে খান রোডের একটি ভাড়া বাসা থেকে ঐ শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
আজ রোববার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত শিউলি মল্লিকা সিরাজগঞ্জের তাড়াস উপজেলার চৌকিপারা গ্রামের ডা. নুরুল ইসলামের স্ত্রী ও সিরাজগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের শিক্ষক।
ভুক্তভোগী গৃহপরিচারিকা মিনতি খাতুন (৯) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের মৃত মক্কার মেয়ে বলে পুলিশ জানায়।
ভুক্তভোগী গৃহপরিচারিকার খালু আবুল কাশেম জানান, এতিম মেয়েটি দুই বছর আগে সিরাজগঞ্জ শহরের ঐ কলেজ শিক্ষকের বাড়িতে গৃহপরিচারিকার কাজ নেয়। মাঝে মাঝেই তার ওপর নির্যাতন করা হতো।
গত ৭ জানুয়ারি গ্রেপ্তারকৃত কলেজ শিক্ষক মিনতিকে লাঠি দিয়ে বেদম মারপিট করে ও হত্যা চেষ্টা করে বলে তিনি অভিযোগ করেন।
‘মিনতি পরদিন বাসা থেকে পালিয়ে যায়। এ সময় রাস্তায় তাকে কাঁদতে দেখে এক নারী তাকে উল্লাপাড়া উপজেলার চারালগাতি গ্রামে নানার বাড়ি পৌঁছে দেয়। সে তখন নির্যাতনের ঘটনা আমাদের জানায়,’ বলেন আবুল কাশেম।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মেয়েটির খালু আবুল কাশেম নির্যাতনের অভিযোগে ঐ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করলে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’
পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং আহত গৃহপরিচারিকাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Comments