৯৯৯-এ ফোন, ইটভাটা থেকে ২ শিশুসহ ৫ শ্রমিককে উদ্ধার
পুলিশের মোবাইল সেবা ৯৯৯-এ ফোন করে পিরোজপুরের ইন্দুরকানীতে ইটভাটা থেকে শিকল বাঁধা অবস্থায় দুই শ্রমিকসহ পাঁচ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার পাঁচ জনের মধ্যে দুজন শিশুও আছে।
আজ রোববার ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ৯৯৯-এর মাধ্যমে জানতে পেরে গতকাল শনিবার বিকেলে খোলপটুয়া গ্রামের ওই ইটভাটায় অভিযান চালিয়ে পাঁচ শ্রমিককে উদ্ধার করা হয়। তাদের সেখানে আটকে রেখে জোর করে ইটভাটার কাজ করানো হত।
উদ্ধার পাঁচ জন হলেন- সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের শুক্কুর গাজী (২৮), মফিজুর রহমান (০৮), সাগর হোসাইন (০৯), আলীরাজ হোসেন (১৮) এবং রাশেদুল ইসলাম। এদের মধ্যে আলী রাজ এবং রাশেদুলকে শিকলে বেঁধে রাখা হয়েছিল বলে জানায় পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে ওই ইটভাটার দায়িত্বে থাকা শাহ আলম এবং সোলায়মানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিক রাশেদুল বাদী হয়ে আজ রোববার ইন্দুরকানী থানায় একটি মামলা করেন।
গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে আজ বিকেলে জেল-হাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত শ্রমিকদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
Comments