পটুয়াখালীতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক জেলহাজতে

পটুয়াখালীতে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গলাচিপার যুবক অমিত চন্দ্র শীলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
rape victim logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

পটুয়াখালীতে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গলাচিপার যুবক অমিত চন্দ্র শীলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

অসুস্থ ছাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল তার বাবা বাউফল থানায় একটি মামলা করেছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের হরিচন্দ্র শীলের ছেলে অমিত ঢাকার কেরানীগঞ্জের একটি সেলুনে কাজ করেন। ওই ছাত্রীর সঙ্গে তার মোবাইলে পরিচয়। গত বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে পটুয়াখালী এসে একটি হোটেলে ওঠেন। বিকালে ওই ছাত্রীকে সেখানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ছাত্রীর বাবাকে ফোন করে ঘটনা জানিয়ে হোটেল থেকে সটকে পড়েন তিনি।

পরে ছাত্রীর বাবা মেয়েকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শনিবার রাতে তিনি বাদী হয়ে অমিতকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন বলে জানান ওসি।

মামলার পর পুলিশ গলাচিপা উপজেলার আমখোলা এলাকা থেকে অমিতকে গ্রেপ্তার করে। আজ অমিতকে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ওসি জানান, ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

The Daily Star  | English
Cox’s Bazar Rail Station

Cox’s Bazar Rail Station: A modern marvel awaits travellers

The recently constructed Cox’s Bazar rail station aims to attract more tourists to the country’s renowned destination, the Cox’s Bazar sea beach.

18h ago