কালিয়াকৈরে কলোনিতে আগুন, নিহত ৪
গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে আগুনে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন কমপক্ষে ২০জন। পুড়েছে প্রায় অর্ধশতাধিক বসতঘর।
আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কালামপুর (পূর্বপাড়া) নব্বই কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
এই কলোনিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ভাড়ায় বসবাস করতেন।
কালিয়াকৈর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে কালামপুরের ওই কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে কালিয়াকৈর দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় নারীসহ চারজনের মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি আরও জনিয়েছেন, এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাদের উদ্ধার বরে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি রান্না করার গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে থাকতে পারে। বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে,’ যোগ করেন তিনি।
Comments