নিজের সমর্থকদের হামলায় নিহত ২ পুলিশের সম্মানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের

Donald Trump
ছবি: রয়টার্স ফাইল ফটো

গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভাবনে ট্রাম্প-সমর্থকদের হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তা ব্রিয়ান সিকনিক ও হাওয়ার্ড লাইবেনগুডের সম্মানে যুক্তরাষ্ট্রের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদেন বলা হয়েছে, কর্মরত অবস্থায় আঘাত পেয়ে সিকনিকের মৃত্যু হওয়ার কথা গত বৃহস্পতিবার ক্যাপিটল পুলিশ জানানোর একদিন পর পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাপিটল পুলিশ আরও জানিয়েছে, নিহত পুলিশ কর্মকর্তা লাইবেনগুড কর্মরত অবস্থায় ছিলেন না। তবে তিনি কীভাবে মারা গেছেন সে সম্পর্কে কিছু বলা হয়নি।

গতকাল দেওয়া ঘোষণায় ট্রাম্প বলেছেন, ‘ক্যাপিটল পুলিশ কর্মকর্তা ব্রিয়ান সিকনিক ও হাওয়ার্ড লাইবেনগুডসহ ক্যাপিটল পুলিশের সব কর্মকর্তা এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সম্মানে আইনত ও সাংবিধানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি হোয়াইট হাউসসহ সব সরকারি ভবন, সামরিক স্থাপনা ও যুক্তরাষ্ট্রের অধীন অঞ্চলগুলোতে ১০ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিচ্ছি।’

ক্যপিটল পুলিশ এক বার্তায় জনিয়েছে, গত ৬ জানুয়ারির হামলায় সিকনিক আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, অ্যাটর্নির কার্যালয় থেকে সিকনিক হত্যার তদন্ত শুরু করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

28m ago