অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন শোয়েব মালিক
মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় পড়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। লাহোরে একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হলেও অক্ষত আছেন তিনি।
পাকিস্তানের গণমাধ্যমগুলো জানায়, লাহোরে রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে। এতে মালিকের ব্যবহৃত স্পোর্টস কারের সামনের অংশ একদম দুমড়ে মুচড়ে গেছে।
দেশটির একাধিক গণমাধ্যমের খবর, মালিকের স্পোর্টস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়েছিল। অর্থাৎ বেশ গতিতে চলছিল এই তার গাড়ি। ট্রাক চলন্ত অবস্থায় না থাকাতেই ভয়াবহ কিছু থেকে রক্ষা পেয়ে গেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
মালিকের গাড়ির সামনের অংশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে নিয়ে উদ্বিগ্ন হতে দেখা যায় ভক্তদের। টুইটারে রাতেই সেই উদ্বেগ নিরসন করেছেন মালিক নিজে, ‘আমি পুরোপুরি ঠিক আছি। এটা একটা দুর্ঘটনা ছিল। সৃষ্টিকর্তা অনেক মহান আমাকে রক্ষা করে দিয়েছেন। যারা যারা আমার জন্য উদ্বিগ্ন ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা।’
Comments