স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র নির্মাতার প্রয়াণ দিন
বাংলা চলচ্চিত্রের স্বনামখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম। যিনি ক্যামেরার চোখে সবচেয়ে বেশি গল্প বুনেছেন সাহিত্যের নানা চরিত্র নিয়ে। গুণী এই নির্মাতা ২০১৫ সালের ১১ জানুয়ারি না ফেরার দেশে চলে যান। আজ তার ষষ্ঠ প্রয়াণ দিবস।
স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ‘ওরা এগার জন’ নির্মাণ করে হয়ে চাষী নজরুল ইসলাম হয়ে আছেন বাংলা সিনেমা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
মুক্তিযুদ্ধভিত্তিক ছয়টি ছবি নির্মাণের পাশাপাশি রবীন্দ্র-নজরুল সাহিত্য নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সিনেমা পরিচালনা করেছেন তিনি।
এই কিংবদন্তি নির্মাণ করেছেন মোট ৩৫টি ছবি। যার মধ্যে রয়েছে ‘দেবদাস’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘হাছন রাজা’ থেকে শুরু করে ‘বিরহ ব্যথা’, ‘বেহুলা লখিন্দর’, ‘সংগ্রাম’, ‘মেঘের পরে মেঘ’-এর মতো ছবি।
চাষী নজরুল ইসলাম ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরে জন্ম গ্রহন করেন। ১৯৬০ সালে ‘আসিয়া’ সিনেমার সহকারী পরিচালক হয়ে প্রথম পরিচালনার হাতেখড়ি তার।
২০১৫ সালের ১১ জানুয়ারি মারা যান চাষী নজরুল ইসলাম। তবে সিনেমা অনুরাগীদের মাঝে তিনি রয়ে যাবেন সৃষ্টি সম্ভার নিয়ে।
Comments