কক্সবাজারে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে আবদুল গফুর (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল গ্রামে এ ঘটনা ঘটে।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।
আশিক ইকবাল জানান, আবদুল গফুর নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পেয়েছি। হত্যার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত আব্দুল গফুর ওই এলাকার মো. ফিরোজ মিয়ার ছেলে।
নিহতের বাবা ফিরোজ মিয়া বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার আমাদের প্রতিপক্ষ পরিবারের তিন জন আমার ছেলে আবদুল গফুরকে মারতে ধাওয়া করে। এক পর্যায়ে তাকে ধরে উপর্যপুরি দা দিয়ে কোপায়। কোপের আঘাতে মারাত্মক আহত হয় আবদুল গফুর। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।’
Comments