সুপার কাপেই আরাউজোকে পেতে আশাবাদী বার্সেলোনা
জেরার্দ পিকে ইনজুরিতে। ইনজুরি কাটিয়ে ফেরা স্যামুয়েল উমতিতি ভুগছেন ছন্দহীনতায়। তার উপর আরেক সেন্টার ব্যাক রোনালদ আরাউজোর ইনজুরি দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে বার্সা কোচের কপালে। তবে আরাউজোর ইনজুরি খুব বেশি গুরুতর নয় বলেই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত। সুপার কাপেই তাকে পাওয়ার আশা করছে দলটি।
শনিবার লা লিগার ম্যাচে গ্রানাদার বিপক্ষে মূল একাদশে ছিলেন আরাউজো। কিন্তু মাঠে নামার আগে ওয়ার্ম আপের সময় পায়ে অস্বস্তি অনুভব করেন। যে কারণে তাকে আর মাঠে নামানোর ঝুঁকি নেননি কোচ রনাল্ড কোমান। তার জায়গায় স্যামুয়েল উমতিতিকে খেলান। তারপরও সে ম্যাচে অসাধারণ শৈলী উপহার দিয়ে গ্রানাদাকে ৪-০ গোলে হারায় কাতালানরা।
স্পোর্তের সংবাদ অনুযায়ী, ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন আরাউজো। তবে রোববার পরীক্ষা করার পর বার্সার মেডিক্যাল টিম গুরুতর ইনজুরির শঙ্কা উড়িয়ে দিয়েছেন। যদিও ঠিক কবে মাঠে ফিরতে পারবেন বলে জানায়নি ক্লাবটি। তবে ধারণা করা হচ্ছে সুপার কাপেই তাকে পাচ্ছে দলটি।
সংবাদে আরও বলা হয়েছে, আগের চেয়ে ভালো বোধ করছেন বলে এরমধ্যেই মেডিক্যাল টিমকে জানিয়েছেন আরাউজো। তার উন্নতিও হচ্ছে খুব দ্রুত। তাই সুপার কাপে কিছুটা সময় হলেও মাঠে নামার ব্যাপারে আশাবাদী এ উরুগুইয়ান ডিফেন্ডার। আশা করছেন রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেই মাঠে থাকতে পারবেন। তবে এমনটা হলেও জয় পেলে ফাইনালে খেলার ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী এ ডিফেন্ডার।
উল্লেখ্য, এ মৌসুমে এর আগেও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন আরাউজো। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে এ ইনজুরিতে পড়েছিলেন। ফলে সাত ম্যাচে মাঠের বাইরে ছিলেন এ ডিফেন্ডার।
Comments