ভ্যাকসিনের প্রথম চালান আসবে ২১-২৫ জানুয়ারি

দেশে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম চালান আসবে।
স্বাস্থ্য অধিদপ্তর সোমবার সংবাদ সম্মেলনে ভ্যাকসিনের প্রথম চালানের খবর জানায়। ছবি: স্টার

দেশে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম চালান আসবে।

আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম উপস্থিত ছিলেন।

ডিজিএইচএস জানায়, বেক্সিমকো ২৭ জানুয়ারি ডিজিএইচএস এর কাছে ভ্যাকসিন হস্তান্তর করবে। সরকার ২৬ জানুয়ারি থেকে করোনা ভ্যাকসিন কার্যক্রমের জন্য অনলাইন নিবন্ধন শুরু করবে।

এ ছাড়া, ২৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকা দেওয়া শুরু হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতের সেরাম ইনস্টিটিউট (এসআইআই) থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আনবে বাংলাদেশ। গত বছরের ৫ নভেম্বর এসআইআই এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী সরকার সেরাম থেকে প্রতি ডোজ ভ্যাকসিন পাঁচ ডলার দামে তিন কোটি ডোজ ভ্যাকসিন আনবে।

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

5h ago