প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান মারা গেছেন
প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান মারা গেছেন। আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছোট ভাই মশিউর রহমান খান দ্য ডেইলি স্টারকে এই খবর জানিয়েছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
মিজানুর রহমান খান গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সমস্যা বাড়লে ১০ ডিসেম্বর তাকে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দুই দিন আগে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়ছিল।
সাংবাদিক মিজানুর রহমান খান ১৯৬৭ সালের ৩১ অক্টোবর ঝালকাঠির নলছিটিতে জন্মগ্রহণ করেন।
Comments