ফেনীতে যৌতুকের মিথ্যা মামলায় বাদীর জরিমানা

হয়রানির উদ্দেশ্যে ফেনীতে যৌতুকের মিথ্যা অভিযোগে মামলা করায় বাদীকে চার হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন বাদীকে দোষী সাব্যস্ত করে সাজা দেন।
আদালত সূত্রে জানা যায়, ফেনীর সোনাগাজীর চর চান্দিয়া গ্রামের আবু সুফিয়ানের মেয়ে রুপালী আক্তারের (২৬) সঙ্গে ২০১৫ সালের অক্টোবরে আবদুর রবের ছেলে মো. আলা উদ্দিনের বিয়ে হয়। বৈবাহিক জীবনে দুজনের সম্পর্কের অবনতি হলে রুপালী তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামালা করেন। মামলার পর রুপালী তার স্বামীকে তালাক দেন।
তদন্তে প্রমাণিত হয় হয়রানির উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল। চার জনের সাক্ষ্য নিয়ে আসামী আলা উদ্দিনকে ২৮ ডিসেম্বর আদালত খালাস দেন। হয়রানীমূলক মামলা করায় কারণ দর্শানোর আদেশ দেওয়া হয় রুপালীকে। পরে তিনি আদালতে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা কবেন।
আজ মামলায় কারণ দর্শানোর জবাবের শুনানি শেষে আদালত চার হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন।
Comments