সন্তান জন্ম দিয়েছেন, তার দায়-দায়িত্ব আপনাকে নিতে হবে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘পরিবারকে জানতে হবে, তার ছেলে বা মেয়ে কোথায় যায়, কার সঙ্গে মেশে, কী করে। পিতামাতা সন্তান জন্ম দিয়েছেন, তার দায়-দায়িত্বও আপনাকে নিতে হবে। দায়-দায়িত্ব যদি নিতে না পারেন, তাহলে সন্তান জন্ম দিয়েছেন কেন?’
বেনজীর আহমেদ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘পরিবারকে জানতে হবে, তার ছেলে বা মেয়ে কোথায় যায়, কার সঙ্গে মেশে, কী করে। পিতামাতা সন্তান জন্ম দিয়েছেন, তার দায়-দায়িত্বও আপনাকে নিতে হবে। দায়-দায়িত্ব যদি নিতে না পারেন, তাহলে সন্তান জন্ম দিয়েছেন কেন?’

আজ সোমবার র‍্যাব সদর দপ্তরে র‍্যাব সেবা সপ্তাহ উপলক্ষে মেধাবী ও  প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘ছেলেমেয়েদের ভেতরে নৈতিকতার, মূল্যবোধের বিষয়গুলো গঠিত করার দায়িত্ব পরিবারের। পরিবারকে এ দায়িত্ব নিতে হবে, সমাজকে এ দায়িত্ব নিতে হবে। পরবর্তী প্রজন্মের একটা অংশ এভাবে ধ্বংস হয়ে যাবে, আমরা এটা চাই না। এটা কোনো সুস্থ জাতির লক্ষণ হতে পারে না।’

কলাবাগানে ধর্ষণের পর শিক্ষার্থী হত্যার বিষয়ে তিনি বলেন, ‘কলাবাগানে যে ঘটনা ঘটেছে, এটা পূর্ণাঙ্গ ক্রাইম। এখানে ধর্ষণ করা হয়েছে। এখানে, মৃত্যুর ঘটনা ঘটেছে।’

আইন সংস্কারের প্রয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আধুনিক আইন করতে গিয়ে, দেশের মধ্যে কোনো সমস্যা নিয়ে আসছে কিনা। বর্তমান আইনে শিশুকে থানায় নিয়ে আসলেই, প্রবেশন কর্মকর্তা সেখানে থাকতে হবে। আবার দেশে পর্যাপ্ত প্রবেশন অফিসার নেই।’

দেশে শিশু সংশোধনাগার ও শিশু আদালতের অপ্রতুলতার কথাও বক্তব্যে উল্লেখ করেন আইজিপি।

Comments

The Daily Star  | English
‘No rule of game’ in collecting remittance

Remittance inflow climbs 21% in November

Migrant workers sent home $1.93 billion in November this year, which was $1.59 billion in the same month last year.

39m ago