কারাগারের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জানতে চেয়েছেন হাইকোর্ট

দেশের ৬৮টি কারাগারে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিকাণ্ড থেকে বন্দিদের জীবন বাঁচাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব ও কারা মহাপরিদর্শককে আগামী ৩০ দিনের মধ্যে পৃথক প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।
প্রতীকী ছবি

দেশের ৬৮টি কারাগারে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিকাণ্ড থেকে বন্দিদের জীবন বাঁচাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব ও কারা মহাপরিদর্শককে আগামী ৩০ দিনের মধ্যে পৃথক প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

এছাড়া, হাইকোর্ট একটি রুল জারি করে দেশের কারাগারগুলোতে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, চার সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা চেয়েছেন।

একটি রিট আবেদনের শুনানি শেষে আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেন।

এর আগে, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান মিলন হাইকোর্টে একটি রিট আবেদন করেন। আবেদনে তিনি বলেছিলেন, দেশের ৫৫টি জেলা কারাগার ও ১৩টি কেন্দ্রীয় কারাগারে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ত্রুটিপূর্ণ।

কারাগারে অগ্নিকাণ্ড হলে, বন্দীদের জীবন ঝুঁকিতে পড়তে পারে বলেও তিনি আবেদনে যোগ করেন।

Comments

The Daily Star  | English

Age limit for govt job entry: Panel suggests 35yrs for men, 37 for women

A government committee has recommended raising the maximum age limit for applying for public service jobs to 35 years for male candidates and 37 years for female applicants..The five-member committee, formed to review the feasibility of extending the age limit for applying for government j

3h ago