ভারত, চীন ও রাশিয়া থেকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আমদানির পরিকল্পনা করছে ইরান
ইরানি ক্যালেন্ডারের বছর শেষে (২০ মার্চ) ভারত, চীন এবং রাশিয়া থেকে প্রায় ২০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আমদানির পরিকল্পনা করছে ইরান।
আজ সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) বরাত দিয়ে এ তথ্য জানায় তেহরান টাইমস।
ইরানি মেডিকেল কাউন্সিলের প্রধান মোহাম্মদ-রেজা জাফরঘান্ডিকে উদ্ধৃত করে আজ ইরনা জানায়, ‘ইরানের তৈরি ভ্যাকসিন অনেক বিদেশি ভ্যাকসিনের চেয়ে বেশি নির্ভরযোগ্য। কিন্তু, এর অনুমোদন পেতে অনেক সময় লাগবে। তাই স্বাস্থ্য মন্ত্রণালয় বছরের শেষে ভারত, চীন এবং রাশিয়া থেকে প্রায় ২০ লাখ ডোজ ভ্যাকসিন আমদানির পরিকল্পনা করছে।’
জাফরঘান্ডি আরও বলেন, উচ্চ মূল্য, পরিবহন সমস্যা এবং সংরক্ষণে অত্যন্ত ঠাণ্ডার প্রয়োজনীয়তার কারণে ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন কেনা ইরানের এজেন্ডায় ছিল না।
‘কিন্তু, সুইডেনের উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, শুধুমাত্র এটির বৈজ্ঞানিক গবেষণা ব্রিটেনের অক্সফোর্ডে করা হয়েছে। তাই এটি কেনা যেতে পারে। তাছাড়া, এটি ইরানে রাখা সম্ভব,’ ব্যাখ্যা করেন তিনি।
এর আগে, গত শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকান এবং ব্রিটিশ করোনা ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ করে বলেন, ‘যদি আমেরিকানরা ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হতে, তাহলে তারা এমন ভয়াবহ পরিস্থিতিতে পড়ত না।’
আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, ‘আমি সত্যিই তাদের বিশ্বাস করি না। তারা কখনো কখনো অন্য জাতির ওপর এই ভ্যাকসিনের পরীক্ষা করতে চায়।’
তার এমন মন্তব্যের পর ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মোহাম্মদ-হাসান কোসিয়ান-মোকাদ্দাম বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি ফাইজার ভ্যাকসিন আমদানির আর কোনো প্রশ্নই ওঠে না।
ইরনা কোসিয়ান-মোকাদ্দামকে উদ্ধৃত করে জানায়, ‘যদি স্বাস্থ্য মন্ত্রণালয় পশ্চিমা দেশ থেকে ভ্যাকসিন আমদানির অনুরোধ করে, তাহলে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত।’
Comments