রাঙ্গামাটিতে ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক পানিতে, নিহত ৩

রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজার এলাকায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি সংযোগ সড়কে পাথর বোঝাই একটি ট্রাক উঠলে ভেঙে যায় স্থানীয় বেইলি ব্রিজ। এতে পানিতে ডুবে ট্রাকের চালকসহ তিন জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ব্রিজ ভেঙে ট্রাক পানিতে ডুবে গেছে।

রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজার এলাকায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি সংযোগ সড়কে পাথর বোঝাই একটি ট্রাক উঠলে ভেঙে যায় স্থানীয় বেইলি ব্রিজ। এতে পানিতে ডুবে ট্রাকের চালকসহ তিন জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. আরাফাত। নিহত বাকি দুই জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের রাণীরহাট থেকে আসা পাথর বোঝাই ট্রাকটি কুতুকছড়ি ব্রিজের ওপর গেলে একটি বিকট শব্দে ব্রিজটি ভেঙে যায় এবং ট্রাকটি সঙ্গে সঙ্গে পানিতে ডুবে যায়। পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজে নেমে পড়েন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রতন কুমার নাথ বলেন, ‘আজ সকাল সাড়ে ৬টা নাগাদ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী টিম নিয়ে ঘটনাস্থলে যাই। প্রায় এক ঘণ্টা উদ্ধারকাজ চালিয়ে আমরা তিন জনের মরদেহ উদ্ধার করি।’

Comments

The Daily Star  | English

Tax collection falls short of IMF loan condition

government falls Tk 17,946 crore short of the revenue last fiscal year as one of IMF's $4.7 billion loan conditions

6h ago