সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মিজানুর রহমান খানের প্রথম জানাজা অনুষ্ঠিত
প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত তার মরদেহ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের অফিস প্রাঙ্গণে রাখা হয়।
সেখানে বিচারক, আইনজীবী ও সাংবাদিকরা তাকে শ্রদ্ধা জানান। হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি খিরিজ আহমেদ চৌধুরী, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি মো. রুহুল কুদ্দুস এবং বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, সুপ্রিমকোর্ট বারের সচিব মো. রুহুল কুদ্দুস এবং ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যরা নামাজে জানাজায় অংশ নেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দ্বিতীয় ও জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মিজানুর রহমান খানের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে।
আজ রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মিজানুর রহমান খানের দাফন সম্পন্ন হবে।
আরও পড়ুন
প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান মারা গেছেন
Comments