সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে বলেছেন তাপস

সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করতে বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আমি এই মামলায় সম্পৃক্ত না। দুজন অতিউৎসাহী আইনজীবী মামলা দায়ের করেছেন।’
শেখ ফজলে নূর তাপস। ফাইল ফটো

সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করতে বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আমি এই মামলায় সম্পৃক্ত না। দুজন অতিউৎসাহী আইনজীবী মামলা দায়ের করেছেন।’

আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘মামলার বিষয়ে আমি পরবর্তীতে সিদ্ধান্ত নেবো। এই বিষয়টি হাস্যরসাত্মক পর্যায়ে চলে গেছে। এরপর আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না।’

শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ‘মানহানিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে গতকাল অ্যাডভোকেট সারোয়ার আলম এবং অ্যাডভোকেট আনিসুর রহমান বাদী হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির দুটি মামলা দায়ের করেন।

আজ ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী বাদীপক্ষের জবানবন্দি নিয়েছেন। আগামী ১৯ জানুয়ারি আদালত আদেশ দেবেন।

আরও পড়ুন

তাপসের মান-সম্মানের বাজারমূল্য কত, রাজপথে দেনা-পাওনার হিসাব হবে: খোকন

তাপসকে নিয়ে মন্তব্য: খোকনের বিরুদ্ধে মানহানির ২ মামলা

‘সাঈদ খোকনের ব্যক্তিগত অভিমত কোনো গুরুত্ব বহন করে না’

রাঘব বোয়ালের মুখে চুনোপুঁটির গল্প মানায় না: তাপসকে সাঈদ খোকন

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

5h ago