আহমেদ শফী হত্যা মামলা তদন্তে হাটহাজারী মাদ্রাসায় পিবিআই
হেফাজতে ইসলামের সাবেক আমির শাহ আহমেদ শফীকে হত্যার অভিযোগ দায়ের হওয়া মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার সকালে পিবিআইয়ের একটি দল আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করে।
চট্টগ্রাম জেলা পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) নাজমুল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকাল ১১টার দিকে পিবিআইয়ের একটি হাটহাজারী মাদ্রাসায় পৌঁছে। সেখানে জুনাইদ বাবুনগরীসহ ১৫ থেকে ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের অংশ হিসেবে মামলার এজাহারে উল্লেখিত ফটিকছড়ি উপজেলার বাবুনগরসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা জানার চেষ্টা করেছি, ঘটনার দিন কে কোথায় ছিলেন। অস্থিরতার সময় কার অবস্থান কী ছিল।’
গত বছরের ১৭ ডিসেম্বর সকালে আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈনুদ্দিন বাদী হয়ে চট্টগ্রামের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ হত্যা মামলা দায়ের করেন। মামলার বিষয়ে তিনি দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, ‘এটি স্বাভাবিক মৃত্যু না। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আহমেদ শফীকে মানসিক নির্যাতন এবং তার অক্সিজেন মাস্ক খুলে দিয়ে হত্যা করা হয়েছে।’
শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত ভার দেন।
আরও পড়ুন
আহমেদ শফীকে হত্যার অভিযোগে মামুনুলসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা
আহমদ শফীর মৃত্যুতে মামলা রাজনৈতিক চক্রান্ত: বাবুনগরী
Comments