কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার টিভি টাওয়ার সংলগ্ন ঢালায় টেকনাফগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোবাইক চালকসহ দুই জন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও সাত জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জন হলেন— নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মনির আহমদ (২২) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী আবু ইল্লা মিস্ত্রির ছেলে জাফর আলম। জাফর পেশায় টমটমচালক ছিলেন। আহত সাত জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ছয় জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে উখিয়ার পালংখালী শাহপুরী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মারুফুর রহমান জানান, সেন্টমার্টিন পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে।
Comments